This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

4 May 2024

প্রিয় বন্ধুর সফল হওয়ার গল্প

 

প্রিয় বন্ধুর সফল হওয়ার গল্প 


পুরো এডমিশন লাইফের সবচেয়ে কাছের বন্ধু এবং সবচেয়ে কাছের সহপাঠী প্রিয় ফরহাদ হোসেন ভাইয়ের সফলতার গল্প। যিনি সেই শুরু থেকেই আমার সাথে একসাথে পড়াশোনা করেছে। 

কিন্তু ভাগ্যের লিখনে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি তে পরীক্ষা দেওয়ার কোন সুযোগই পায়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়েও ভর্তি হওয়ার সুযোগ পায়নি (কারণ তার মেরিট পজিশন বিজ্ঞান বিভাগ থেকে 8 এর কাছাকাছি ছিল) চট্টগ্রামের ভার্সিটিতে পরীক্ষা দিলেও প্রায় ৬২০০+ পজিশন আসে। আর এই পিছিয়ে পড়া পজিশন নিয়ে চট্টগ্রামের ভার্সিটিতে ভর্তির কোন সুযোগ পায়নি। সৌভাগ্যক্রমে ৭ কলেজে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিল। যদিও সে পরীক্ষা দিয়েছিল কিন্তু আমাকে জানায়নি পরে আমাকে জানালেও ভালো সংবাদ শুনাতে পারেনি। কারণ সাত কলেজে তার মানবিক বিভাগের প্রিপারেশন নিয়ে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দেওয়া লেগেছে। ফলাফল দিয়ে দাঁড়ায় ১৫৫০০+। কিন্তু এত দূর পজিশনে সাবজেক্ট পাওয়াটা ছিল সোনার হরিণের মতো। তার অনেক মন খারাপ হয়ে গিয়েছিল কারণ শেষ তার সর্বশেষ সম্বলটুকুও হারিয়ে ফেলতে চলেছে। আমি তাকে কিছু মৃত আশ্বাস দিয়েছিলাম। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। পরে সাবজেক্ট চয়েজ এর ব্যাপারে আমার পরামর্শ নিয়ে কবি নজরুল সরকারি কলেজ প্রথম সাবজেক্ট চয়েস দেয়। কারণ আমি জানতাম বড় কিছু আশা করলে অনেক কিছুই হারাতে হতে পারে। 

কয়েকবার মেরিট পজিশন দিয়ে দিয়েছে চূড়ান্ত মেরিট পজিশন দিয়ে দিয়েছে তারপরও প্রিয় ভাইটির সাবজেক্ট আসেনি। অবশেষে গতকাল ২৩-০৩-'২২ কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের জন্য মনোনীত হয়।

গতকাল আমি খোঁজ নিতে পারিনি তবে আজকে যখন জানতে পারলাম প্রিয় ভাইটি সাবজেক্ট পেয়েছে তখন মনে হয়েছে কিছুক্ষণ কান্না করি। কান্নাটা অবশ্যই সুখের কান্না কারন আমি আমার এডমিশন লাইফের একজন প্রিয় বন্ধুকে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা থেকে আবার পড়াশোনায় ফিরে আসার গল্পটা দেখেছি। 

প্রিয় ভাই তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো।

28 Dec 2022

৭ কলেজ উদ্যোক্তা ফোরামের পিছনের গল্প

৭ কলেজ উদ্যোক্তা ফোরামের পিছনের গল্প

৭ কলেজ উদ্যোক্তা ফোরাম আহ্বায়ক কমিটি


৭ জানুয়ারি ২০২২ অনলাইন ভিত্তিক যাত্রা শুরু হলেও মূলত ২১ ফেব্রুয়ারি ২০২২ শহীদ সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ৭ কলেজ উদ্যোক্তা ফোরাম। শুরুটা যদি এর মধ্যেই হতো তাহলেই হয়তো ভালোই হত। কিন্তু এখান থেকেও শুরু হয়নি। তাহলে চলুন জানা যাক শুরু হওয়ার গল্প-


মানুষের ইচ্ছেশক্তি সেই ছোটবেলা থেকেই জাগ্রত হয়ে যায়। সুতরাং বলাই যায় মায়ের কোল থেকে জ্ঞান হওয়ার পরপরই মানুষের ইচ্ছাশক্তি জাগ্রত হয়। তারই ধারাবাহিকতায় নিজেকে একজন ব্যবসায়ী বলে পরিচয় দেওয়ার খুব ইচ্ছে জাগ্রত হয়ে যায় ঢাকা শহরে এসে আমার ভাইয়াদের যখন দেখেছি ব্যবসা করতে। সেখান থেকেই ব্যবসার প্রতি একটু বেশি মায়া জাগ্রত হয়। 

সাত কলেজের ভর্তি পরীক্ষা দেওয়ার সময় হলে আমি DU Seven College Family নামে একটা গ্রুপে কাজ করা শুরু করি। কিছুদিনের মধ্যেই 7 College Network গ্রুপের প্রতিষ্ঠাতা নুসরাত জাহান তানহার সাথে আমার পরিচয় হয়ে যায়। ঘটনাক্রমে একদিন রাতে সে তার ব্যবসায়িক ধারণা নিয়ে আমাকে কিছু কথা বলে পরবর্তীতে আমিও আমার লক্ষ্য নিয়ে তাকে জানাই এক পর্যায়ে দুজনের মধ্যে সিদ্ধান্ত হয় আমরা পরস্পরের সহযোগিতার মাধ্যমে কোন কিছু করতে পারি কিনা, তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ৭ কলেজ উদ্যোক্তা ফোরাম এর নাম প্রস্তাবিত হয় এবং এই নামেই কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়ে নেই।


আমাদের সিদ্ধান্ত যখন ০৭-০১-'২২ আমার গ্রুপ তৈরি করার মাধ্যমে বাস্তবে রূপ নেয় পরবর্তীতে আমাদের সাথে যোগ দেয় আমাদের বন্ধুপ্রতিম যায়েদ হাসান, আতিক হাসান, আফসানা মিম এর কিছুদিনের মধ্যেই ইমরান খন্দকার, আব্দুল হাকিম, মো. সবুজ আমাদের সাথে যুক্ত হয়ে যায়।


প্রথম আনুষ্ঠানিক বৈঠক

পরবর্তীতে ২১শে ফ্রেব্রুয়ারি'২২ শহীদ সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা শিখা চিরন্তন এর পাশেই আমাদের ৭ সদস্যের উপস্থিতিতে (আব্দুল হাকিম প্রবাসী হওয়ায় সরাসরি করতে পারেননি তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন) প্রথম প্রোগ্রামের মধ্যদিয়ে ৭ কলেজ উদ্যোক্তা ফোরামের আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হয়।


সকল সদস্যদের সাথে

পরবর্তীতে ১১, মার্চ'২২ তারিখে ১৭ সদস্যর সরাসরি (৯জন অনুপস্থিত) উপস্থিতির মধ্য দিয়ে সদস্য ফরম পূরণ এবং দায়িত্বশীল নির্বাচনের মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ সংগঠন হিসেবে মাত্রা শুরু করে দেয়।


দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক


আমাদের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় প্রথম বারের অনুরূপ শহীদ সোহরাওয়ার্দী, ঢাকা।

কেন্দ্রীয় কমিটি

কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব প্রাপ্ত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ।


কলেজ কমিটি-১


কলেজ কমিটি-২


৭ কলেজ এবং অন্যান্য কলেজ মিলিয়ে ৮টি শাখার দায়িত্বশীলদের তালিকা উপরে দেওয়া হলো।

দায়িত্বশীলদের পরিচিতি

কেন্দ্র থেকে শুরু করে সকল পর্যায়ের দায়িত্বশীলদের তালিকা উপরের চিত্রের মাধ্যমে তুলে ধরা হলো।

এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নেওয়ার পরও প্রচুর বাঁধা আর পিছুটান যেনো লেগেই থাকে। সবার কাছে আমাদের ৭ কলেজ উদ্যোক্তা ফোরামের প্রতি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।


at March 25, 2022
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest