৭ কলেজ উদ্যোক্তা ফোরামের পিছনের গল্প
 |
৭ কলেজ উদ্যোক্তা ফোরাম আহ্বায়ক কমিটি |
৭ জানুয়ারি ২০২২ অনলাইন ভিত্তিক যাত্রা শুরু হলেও মূলত ২১ ফেব্রুয়ারি ২০২২ শহীদ সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ৭ কলেজ উদ্যোক্তা ফোরাম। শুরুটা যদি এর মধ্যেই হতো তাহলেই হয়তো ভালোই হত। কিন্তু এখান থেকেও শুরু হয়নি। তাহলে চলুন জানা যাক শুরু হওয়ার গল্প-
মানুষের ইচ্ছেশক্তি সেই ছোটবেলা থেকেই জাগ্রত হয়ে যায়। সুতরাং বলাই যায় মায়ের কোল থেকে জ্ঞান হওয়ার পরপরই মানুষের ইচ্ছাশক্তি জাগ্রত হয়। তারই ধারাবাহিকতায় নিজেকে একজন ব্যবসায়ী বলে পরিচয় দেওয়ার খুব ইচ্ছে জাগ্রত হয়ে যায় ঢাকা শহরে এসে আমার ভাইয়াদের যখন দেখেছি ব্যবসা করতে। সেখান থেকেই ব্যবসার প্রতি একটু বেশি মায়া জাগ্রত হয়।
সাত কলেজের ভর্তি পরীক্ষা দেওয়ার সময় হলে
আমি DU Seven College Family নামে একটা গ্রুপে কাজ করা শুরু করি। কিছুদিনের মধ্যেই
7 College Network গ্রুপের প্রতিষ্ঠাতা
নুসরাত জাহান তানহার সাথে আমার পরিচয় হয়ে যায়। ঘটনাক্রমে একদিন রাতে সে তার ব্যবসায়িক ধারণা নিয়ে আমাকে কিছু কথা বলে পরবর্তীতে আমিও আমার লক্ষ্য নিয়ে তাকে জানাই এক পর্যায়ে দুজনের মধ্যে সিদ্ধান্ত হয় আমরা পরস্পরের সহযোগিতার মাধ্যমে কোন কিছু করতে পারি কিনা, তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ৭ কলেজ উদ্যোক্তা ফোরাম এর নাম প্রস্তাবিত হয় এবং এই নামেই কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়ে নেই।
 |
প্রথম আনুষ্ঠানিক বৈঠক |
পরবর্তীতে ২১শে ফ্রেব্রুয়ারি'২২ শহীদ সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা শিখা চিরন্তন এর পাশেই আমাদের ৭ সদস্যের উপস্থিতিতে (আব্দুল হাকিম প্রবাসী হওয়ায় সরাসরি করতে পারেননি তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন) প্রথম প্রোগ্রামের মধ্যদিয়ে ৭ কলেজ উদ্যোক্তা ফোরামের আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হয়।
.jpg) |
সকল সদস্যদের সাথে |
পরবর্তীতে ১১, মার্চ'২২ তারিখে ১৭ সদস্যর সরাসরি (৯জন অনুপস্থিত) উপস্থিতির মধ্য দিয়ে
সদস্য ফরম পূরণ এবং
দায়িত্বশীল নির্বাচনের মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ সংগঠন হিসেবে মাত্রা শুরু করে দেয়।
 |
দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক |
আমাদের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় প্রথম বারের অনুরূপ শহীদ সোহরাওয়ার্দী, ঢাকা।
 |
কেন্দ্রীয় কমিটি |
কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব প্রাপ্ত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ।
 |
কলেজ কমিটি-১
|
 |
কলেজ কমিটি-২ |
৭ কলেজ এবং অন্যান্য কলেজ মিলিয়ে ৮টি শাখার দায়িত্বশীলদের তালিকা উপরে দেওয়া হলো।